অস্ট্রেলিয়ায় সৈকতে ২০০ তিমির মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    22-09-2022    178
অস্ট্রেলিয়ায় সৈকতে ২০০ তিমির মৃত্যু

অস্ট্রেলিয়ার তাসমানিয়া সৈকতে আটকে পড়া প্রায় ২০০ তিমির রহস্যজনক মৃত্যু হয়েছে। তিমিগুলো পাইলট প্রজাতি বলে জানানো হয়েছে। মাত্র একদিন আগে তাসমানিয়ার উত্তরাঞ্চলেও একসঙ্গে অনেক তিমি আটকা পড়েছিল। এএফপির বরাতে এনডিটিভির খবরে বলা হয়, বুধবার ২৩০টি তিমি সৈকতে আটকা পড়ার খবর জেনে তাদের উদ্ধারে এগিয়ে যান উদ্ধারকর্মীরা। কিন্তু ঐ সৈকত বেশ দূরে হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। প্রথমে আটকা পড়া অর্ধেক তিমিকে বাঁচানোর আশা করা হয়েছিল। তবে এখন মাত্র ৩৫টি তিমি বেঁচে আছে। আটকে পড়া তিমিগুলোকে বাঁচাতে কম্বল দিয়ে ঢেকে প্রচুর পানি ঢালতে থাকেন স্থানীয়রা। খবরে আরো বলা হয়, পাইলট তিমি অত্যন্ত সামাজিক স্তন্যপায়ী প্রাণী। এরা দলগতভাবে থাকার কারণে বেশ সুপরিচিত। একটি বড় দলে ভ্রমণ করতে পছন্দ করে তারা। ঐ একই সৈকতে ২০২০ সালের সেপ্টেম্বরে প্রায় ৫০০ পাইলট তিমি আটকা পড়ে। সে সময় এসব তিমিকে উদ্ধারে বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়। অনেক চেষ্টার পর প্রায় একশ তিমিকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ৩৮০টির বেশি প্রাণ হারায়।

আন্তর্জাতিক-এর আরও খবর