খরুলিয়ায় ব্যবসায়ী তারেককে কুপিয়ে জখম, থানায় এজাহার

  বিশেষ প্রতিনিধি    13-10-2022    170
খরুলিয়ায় ব্যবসায়ী তারেককে কুপিয়ে জখম, থানায় এজাহার

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যান পাড়ায় দিন দুপুরে ব্যবসায়ী তারেক কে খুন করার উদ্দেশ্যে রাম দা,কিরিচ ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় বুধবার (১২ অক্টোবর) সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে জানা যায়, বর্নিত এলাকার মৌ, মোক্তার আহমদ ছেলে ব্যবসায়ী আবদুল্লাহ আল মোর্শেদ তারেক ও তার বড় ভাই আবদুল্লাহ আল হোসাইন সাইফুলের খরুলিয়া চেয়ারম্যান পাড়া সংলগ্ন উত্তর পার্শ্বে শিশু পরিবার ভবনের পশ্চিমে যৌথ খরিদা মালিকানাধীন বশতভিটার সামনে খালি জায়গায় স্থাপনা নির্মাণের লক্ষ্যে মাটি ভরাট করিলে একটি চক্র এ কাজে লোভের বশবর্তী হয়ে বাঁধা সৃষ্টি করে এবং জবর দখলের হুমকি ধমকি দেয়। এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর দুপুর ১ টার দিকে মোহাম্মদ হোসেনের ছেলে শাহজাহান মোর্শেদ, শামীম মোর্শেদ,শাহীন রাসেল,খুরশেদ আলম,মোঃ খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন ও ছৈয়দ আহমদের ছেলে নুর আহমদের নেতৃত্বে ৮/১০ জনের সংঘবদ্ধ চক্র রাম দা,কিরিচ, লাঠি লোহার রড ও দেশীয় তৈরি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পা থেকে মাথা পর্যন্ত দায়ের কোপ আর ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী তারেক কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চমেক হাসপাতালে রেফার করে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এজাহারে ঘটনায় জড়িতদেরসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে। আহত ব্যবসায়ী তারেকের বড় ভাই সাইফুলের সাথে কথা হলে জানান তারেকের অবস্থা আশঙ্কাজনক এবং পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে । এ ব্যাপারে কক্সবাজার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সাথে কথা হলে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানান । এলাকাবাসী এ নির্মম হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দাবি জানান।

সারাদেশ-এর আরও খবর