কক্সবাজার শহরকে সুইজারল্যান্ডের জুরিখ বানাতে সহযোগিতা চাইলেন মেয়র মুজিব

  বিশেষ প্রতিনিধি    06-03-2023    191
কক্সবাজার শহরকে সুইজারল্যান্ডের জুরিখ বানাতে সহযোগিতা চাইলেন মেয়র মুজিব

পৌর এলাকার সকল সমাজপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

পবিত্র ওমরা হজ্ব পালন শেষে দেশে ফিরে গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

রোববার সন্ধ্যায় পৌর ভবণের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সমাজপতিদের সহযোগিতা পেলে এই কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে পরিনত করতে পারবো। আগামীতে বাকি কাজগুলো শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন অনুযায়ী এটি হবে সুইজারল্যান্ডের জুরিখের মতো একটি সুন্দর শহর।

কাউন্সিলর এম এ মনজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর আক্তার কামাল, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর জাহেদা আক্তার, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, সমাজপতি সিরাজুল ইসলাম, এম এ হাশেম, সাইফুল ইসলাম চৌধুরী, সেলিম নেওয়াজ ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে উপস্থিত সবাইকে সৌদিয়া আরবের হাদিয়া এবং ডাস্টবিন উপহার দেয়া হয়।

সারাদেশ-এর আরও খবর