ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে: অধ্যক্ষ মুজিবুল আলম

রামু গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের বর্ষপূর্তি

  বিশেষ প্রতিনিধি    11-09-2022    114
ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে: অধ্যক্ষ মুজিবুল আলম

রামু সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মুজিবুল আলম বলেছেন- গুণগত শিক্ষা ছাড়া জাতির অগ্রযাত্রা আশা করা যায়না। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি সহ আর্ন্তজাতিক ভাষায়ও শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে রামুর গ্লোবাল ইংলিশ লার্ণিং সেন্টার অগ্রনী ভূমিকা পালন করছে। এ সংগঠনের প্রতিটি কাজ অনুকরণীয়। প্রতিটি বিদ্যালয় ইংরেজি শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে। রামু উপজেলার শিক্ষা বান্ধব প্রতিষ্ঠান গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারে ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুজিবুল আলম এসব কথা বলেন। শুক্রবার সকাল ১০ টায় রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন বলেন- পাঠ্য বইয়ের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞাণের পিপাসা পূরণ হয়না। এজন্য প্রয়োজন হয় ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি চর্চারও। যেখানে এসবের চর্চা হয় সেখানে শিক্ষার্থীদের আনন্দ থাকে বেশী। আর শিক্ষা অর্জনের জন্য আনন্দময় পরিবেশের বিকল্প নেই। রামু গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের পরিচালক শাহেদুল ইসলাম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জিইএলসি’র প্রধান উপদেষ্টা মো. আব্দুল হক, রামু সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইজ্জত উল্লাহ, কক্সবাজার সিটি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, রামু সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রদর্শক মানসী বড়ুয়া, উখিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মির্জা শামীম, দৈনিক দৈনন্দিন পত্রিকার বার্তা সম্পাদক ও এডুন্যাশন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইরফান উল হাসান ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের সাধারণ সম্পাদক ও ট্রেইনার মোহাম্মদ ইব্রাহীম। ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ছাড়াও ‘জলবায়ু পরিবর্তন প্রতিরোধে প্লাস্টিক বন্ধ করা উচিত’ শীর্ষক ইংরেজি বির্তক প্রতিযোগিতা, কিডস ক্লাবের চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামু সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যক্ষ মুজিবুল আলম এবং কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়। পরে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সরকারি দলে বির্তাকিক ছিলেন আবরার বিনতে শামস, ফাহিমা ইসলাম আরাবি, আয়েশা ছিদ্দিকা জেসিকা আজাদ, নাজিফা নৌশিন চৌধুরী এবং বেসরকারি দলে বির্তাকিক ছিলেন ইফফাত আফিফা তাসপিয়া, আফরাহ বিনতে শামস, অনিন্দিতা বড়ুয়া স্নেহা, আফনান ইসলাম নোভা। এতে জয়ী হয় বিরোধী দল। শ্রেষ্ঠ বিতার্কিক হন বেসরকারি দলের আফরাহ বিনতে শামস ও ইনফ্লুয়েন্স স্পিকার হন অনিন্দিতা বড়ুয়া স্নেহা। বির্তক প্রতিযোগিতার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন সোহরাব ইকবাল এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান ইসলাম ও জিইএলসি এর ট্রেইনার বোরহান উদ্দিন ইমরোজ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করেন। পরে অতিথিবৃন্দ কেক কেটে গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টার (জিইএলসি) এর ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন- গ্লোবাল ইংলিশ লার্নিং সেন্টারের কর্মকর্তা আলাউদ্দিন, তৌফিকুল ইসলাম, ফারহানা সেলিম সামিয়া, আইটি কো-অর্ডিনেটর নাঈম উদ্দিন, নয়ন শর্মা শিক্ষার্থী আকাশ, পুষ্পিতা ও হাবিব।

সারাদেশ-এর আরও খবর