জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সদর ও ঈদগাঁও’র পরিসংখ্যান তদন্তকারী মুন্না

  বিশেষ প্রতিনিধি    23-06-2023    119
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সদর ও ঈদগাঁও’র পরিসংখ্যান তদন্তকারী মুন্না

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার পরিসংখ্যান তদন্তকারী মোঃ মিছবাহুল ইসলাম মুন্না।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১মোতাবেক কক্সবাজার জেলা পরিসংখ্যান থেকে তাকে (১০ম গ্রেড থেকে ১৬তম গ্রেড) মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মোঃ মিছবাহুল ইসলাম মুন্না ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ১ নম্বর ওয়ার্ডের বাঁশকাটা এলাকার মৃত মাস্টার আব্দুস সাত্তারের ছেলে।

এদিকে, জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যুগ্মপরিচালক (চট্টগ্রাম বিভাগ) ওয়াহিদুর রহমান, উপপরিচালক (কক্সবাজার জেলা পরিসংখ্যান কার্যালয়) আতিকুর রহমান চৌধুরীসহ পরিসংখ্যান পরিবারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোঃ মিছবাহুল ইসলাম মুন্না।

প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে ভবিষ্যতেও নিজের সততা, নিষ্ঠা ও দক্ষতা অক্ষুন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতিবছর এমন পুরস্কার প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মিছবাহুল ইসলাম মুন্না।

কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার পরিসংখ্যান তদন্তকারী মোঃ মিছবাহুল ইসলাম মুন্নাকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি, কক্সবাজার নিউজ ডটকম, সিবিএন বিডি ডটকম এর বার্তা সম্পাদক ও ইসলামপুরের নতুন অফিস পাড়ার বাসিন্দা ইমাম খাইর।

তিনি মেধাবী ও সম্ভাবনাময়ী কর্মী মুন্নার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

একইভাবে মোঃ মিছবাহুল ইসলাম মুন্নাকে বন্ধুমহলের পক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শওকত আলম ও রেজাউল হক রিয়াদ।

সারাদেশ-এর আরও খবর