কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী, বাইশফাঁড়ী এবং পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
উখিয়ায় ৭৫ হাজার ইয়াবা জব্দ করল বিজিবি
কক্সবাজারের উখিয়ার সীমান্ত এলাকা থেকে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালী, বাইশফাঁড়ী এবং পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। পাশাপাশি মাদক পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল
beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 25, 2023, 11:04 pm