পরীক্ষামূলকভাবে চালু হওয়া কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ থেকে কম-বেশি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ শনিবার ১১টা ৫৮ মিনিটে জাতীয় গ্রিডে সিঙ্ক্রোনাইজড করে সফলভাবে চালু করা হয়েছে। পরীক্ষামূলক উৎপাদনে থাকা কেন্দ্রটি বর্তমানে কমবেশি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়বে।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ এরই মধ্যে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে, সার্বিক ভৌত অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে ৯০ শতাংশ।
আজকে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হলো। বয়লারটির পরীক্ষামূলক উৎপাদনের সফলতা পেলে তখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৬০০ মেগাওয়াট। আগামী জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও প্রকল্প সূত্রে জানা গেছে।
পরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও ৬০০ মিলে জাতীয় গ্রিডে মোট এক হাজার ২০০ মেগাওয়াট যোগ হবে।
জাতীয় গ্রিডে যুক্ত হলো মাতারবাড়ির ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পরীক্ষামূলকভাবে চালু হওয়া কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ থেকে কম-বেশি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
শনিবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ শনিবার ১১টা ৫৮ মিনিটে জাতীয় গ্রিডে সিঙ্ক্রোনাইজড করে সফলভাবে চালু করা হয়েছে। পরীক্ষামূলক উৎপাদনে থাকা কেন্দ্রটি বর্তমানে কমবেশি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করছে। পর্যায়ক্রমে সরবরাহ বাড়বে।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ এরই মধ্যে ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে, সার্বিক ভৌত অবকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে ৯০ শতাংশ।
আজকে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হলো। বয়লারটির পরীক্ষামূলক উৎপাদনের সফলতা পেলে তখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৬০০ মেগাওয়াট। আগামী জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও প্রকল্প সূত্রে জানা গেছে।
পরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও ৬০০ মিলে জাতীয় গ্রিডে মোট এক হাজার ২০০ মেগাওয়াট যোগ হবে।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 8, 2024, 12:32 am