২৪ ঘণ্টায় এক মৃত্যু, শনাক্ত ৩৮৯

করোনাভাইরাস

  বিশেষ প্রতিনিধি    17-10-2022    143
 ২৪ ঘণ্টায় এক মৃত্যু, শনাক্ত ৩৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৩৮৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬২৫টি নমুনা পরীক্ষা করে ৩৮৯ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার বেড়ে হয়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। আগের দিন এই হার ৫ দশমিক ৮৬ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০২ জনে। গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সারাদেশ-এর আরও খবর