বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্স হিফযখানার ৩ হাফেজকে সম্মাননা

  বিশেষ প্রতিনিধি    22-03-2023    159
বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্স হিফযখানার ৩ হাফেজকে সম্মাননা

কক্সবাজার শহরের বড়বাজার জামে মসজিদ কমপ্লেক্স হিফযখানা প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ৩ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছে।

তারা হলেন, আলির জাঁহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার ও বড় বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা রফিক বিন ছিদ্দিকীর ছেলে আবু ওবাইদা সিদ্দিকী, শহরের বইল্লাপাড়ার মৃত মনসুর আলমের ছেলে মোহাম্মদ ও সদরের পশ্চিম পোকখালীর মৃত ইলিয়াছ উদ্দিন রিয়াদের ছেলে মুহাম্মদ আবিদ।

মঙ্গলবার (২১ মার্চ) বাদে এশা তিনজন কুরআনের পাখিকে আনুষ্ঠানিকভাবে দস্তারে ফজিলত সম্মাননা ও সনদ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক।

বড় বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহামদ চৌধুরী, সহ-সভাপতি আবদুল মাবুদ চৌধুরী, পৌরসভার সাবেক কমিশনার আবু জাফর সিদ্দিকী ও খতিব মাওলানা কামাল উদ্দিন বক্তব্য দেন।

এ সময় মসজিদের পেশ ইমাম মাওলানা রফিক বিন সিদ্দিক, কমিটির সদস্য মোহাম্মদ আমীন, হিফজখানার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেষে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন আল্লামা মাহমুদুল হক।

সারাদেশ-এর আরও খবর