কক্সবাজার শহরে প্রশাসনের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

  বিশেষ প্রতিনিধি    14-02-2023    184
কক্সবাজার শহরে প্রশাসনের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার শহরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পরিচালনার মাধ্যমে অনিয়মের অভিযোগে বিভিন্ন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএসটিআই অফিস ও কক্সবাজার সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে কক্সবাজার পৌর শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে পণ্যের বিএসটিআইয়ের মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে (বিএসটিআই আইন -২০১৮ এর ৩০ ধারায় ১) কক্সবাজার শহরের কক্স মার্টঃ ২০ হাজার টাকা, হাজি বিরিয়ানিকে ১০ হাজার টাকা,বাংলাদেশ মেডিকোকে ১০হাজার টাকা, সিজলকে ১০হাজার টাকা,সানা রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউজকে ৫হাজার টাকা বার্মিজ মার্কেট আচারের দোকাকে ৫হাজার টাকা।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা ইউএনও মোহাম্মদ জাকারিয়া। এই সময় স্যানিটারি ইন্সপেক্টর, বিএসটিআই ইন্সপেক্টর এবং ওষুধ তত্ত্বাবধায়ক উপস্থিত ছিলেন।

এসময় থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

সারাদেশ-এর আরও খবর