কক্সবাজারে প্রশিক্ষিত কুকুর দিয়ে একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। তার নাম সৈকত ইসলাম (২০)।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, কক্সবাজারের দিকে একটি সিএনজি যাচ্ছিল। এসময় রেজুখাল চেকপোস্টে সেটিকে থামানো হয়। এরপর সেটিতে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশির চালানো হয়। পরে তল্লাশি করে ইঞ্জিনের সঙ্গে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উখিয়ার বালুখালী ঝুমুরছড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সৈকত ইসলামকে আটক করা হয়।
এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়
সিএনজিতে কুকুরে তল্লাশি, মিলল ২২ হাজার পিস ইয়াবা,আটক উখিয়ার ইসলাম
কক্সবাজারে প্রশিক্ষিত কুকুর দিয়ে একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। তার নাম সৈকত ইসলাম (২০)।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, কক্সবাজারের দিকে একটি সিএনজি যাচ্ছিল। এসময় রেজুখাল চেকপোস্টে সেটিকে থামানো হয়। এরপর সেটিতে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশির চালানো হয়। পরে তল্লাশি করে ইঞ্জিনের সঙ্গে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উখিয়ার বালুখালী ঝুমুরছড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সৈকত ইসলামকে আটক করা হয়।
এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 9:30 am