কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ণিমার জো’তে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি চাপ বৃদ্ধির কারণে কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় বেড়িবাঁধ টপকে লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে মসজিদ, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট।
বুধবার বেলা ১১টার দিকে কৈয়ারবিল মলমচর এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধ টপকে প্রবেশ করছে জোয়ারের পানি। স্থানীয়রা নিজেদের উদ্যােগে বেড়িবাঁধের নিচু স্থানে মাটির ভর্তি বস্তা ও মাটির বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছে।
এসময় স্থানীয়রা বলেন,বেড়িবাঁধের কাজ করার সময় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি করে সুইচ গেইটের দুই পাশের অংশে নিচুস্থানে মাটি দেননি যাঁর কারণে বেড়িবাঁধের টপকে পানি লোকালয়ে প্রবেশ করেছে। যদি দ্রুত সময়ে মধ্যে মাটি দিয়ে বাঁধ না দেই তাহলে ১০-১৫টি গ্রাম তলিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম জানান, কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকার সুইচ গেইটের দুই পাশের নিচু স্থান দিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে, মসজিদ, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী এলটন চাকমা জানান, যে জায়গায় বেড়িবাঁধ টপকে পানি লোকালয়ে প্রবেশ করেছে সেটি মূলত সুইচ গেইটের পাশের দুই অংশ। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ে কাজ শুরু করে হবে বলে জানান।
কুতুবদিয়ায় বেড়িবাঁধ টপকে লোকালয়ে পানি
কক্সবাজারের কুতুবদিয়ায় পূর্ণিমার জো’তে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি চাপ বৃদ্ধির কারণে কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকায় বেড়িবাঁধ টপকে লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে মসজিদ, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট।
বুধবার বেলা ১১টার দিকে কৈয়ারবিল মলমচর এলাকায় গিয়ে দেখা যায়, বেড়িবাঁধ টপকে প্রবেশ করছে জোয়ারের পানি। স্থানীয়রা নিজেদের উদ্যােগে বেড়িবাঁধের নিচু স্থানে মাটির ভর্তি বস্তা ও মাটির বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছে।
এসময় স্থানীয়রা বলেন,বেড়িবাঁধের কাজ করার সময় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি করে সুইচ গেইটের দুই পাশের অংশে নিচুস্থানে মাটি দেননি যাঁর কারণে বেড়িবাঁধের টপকে পানি লোকালয়ে প্রবেশ করেছে। যদি দ্রুত সময়ে মধ্যে মাটি দিয়ে বাঁধ না দেই তাহলে ১০-১৫টি গ্রাম তলিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম জানান, কৈয়ারবিল ইউনিয়নের মলমচর এলাকার সুইচ গেইটের দুই পাশের নিচু স্থান দিয়ে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। এতে, মসজিদ, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী এলটন চাকমা জানান, যে জায়গায় বেড়িবাঁধ টপকে পানি লোকালয়ে প্রবেশ করেছে সেটি মূলত সুইচ গেইটের পাশের দুই অংশ। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ে কাজ শুরু করে হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 9, 2024, 1:57 am