টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের এক সদস্য গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    03-05-2023    85
টেকনাফে অস্ত্রসহ অপহরণ চক্রের এক সদস্য গ্রেফতার

টেকনাফে দুই কৃষককে অপহরণের ঘটনায় জড়িত টেকনাফ বাহারছড়ার নোয়াখালী পাড়া ও জুম্মা পাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে একটি দৈশীয় তৈরি এলজি ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানখালী এলাকার মোস্তফা কামালের ছেলে নুরুল আমিন (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৩ মে) ভোররাতে টেকনাফ বাহারছড়া জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে দু’জন কৃষক অপহরণ হওয়ার পর পুলিশ ৩৬ ঘন্টা দীর্ঘ অভিযানের পর গহীন অরণ্য থেকে অপহৃত দুই কৃষক রেদুয়ান ও রহিম উদ্দিনকে উদ্ধার করা হয়।পরবর্তীতে ওই দুই কৃষকের দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী নোয়াখালী জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে একটি দৈশীয় তৈরি এলজি ও এক রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান,এঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এবং গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ-এর আরও খবর