কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার র্যাব-১৫ এর চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নিখোঁজ জিডি সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে মোঃ মহিউদ্দীন (২৬) কে অজ্ঞাত অপহরণকারীরা জলদী উপজেলা এলাকা থেকে অপহরণ করে মাইক্রোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের নাম্বারে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে ভিকটিমের বাবা চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। যার জিডি নং ৫৮৮, তারিখ-১০/০৭/২০২৩ ইং। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৪ জুলাই সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিম তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে র্যাবের অভিযানে অপহৃত ভিকটিমকে উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার র্যাব-১৫ এর চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার নিখোঁজ জিডি সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল অনুমান সাড়ে ৮ টার দিকে বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে মোঃ মহিউদ্দীন (২৬) কে অজ্ঞাত অপহরণকারীরা জলদী উপজেলা এলাকা থেকে অপহরণ করে মাইক্রোযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভিকটিমের পরিবারের নাম্বারে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে ভিকটিমের বাবা চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। যার জিডি নং ৫৮৮, তারিখ-১০/০৭/২০২৩ ইং। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ১৪ জুলাই সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন লম্বরী এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ভিকটিম তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 7, 2024, 11:21 pm