পবিত্র জুমাতুল বিদা আজ

  বিশেষ প্রতিনিধি    21-04-2023    122
পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা, এ দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত।আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ।জুমাতুল বিদা মানে শেষ জুমা।

১৪৪৪ হিজরির শেষ জুমা আজ। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয়, রমজানের শেষলগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না।

জুমা নামাজ শেষে মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ দোয়া করে থাকেন। এছাড়া বিভিন্ন আমল ও নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

জুমার নামাজ শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মুসলমানরা ক্ষমা ও রহমত কামনা করেন।

জুমরি নামাজ শেষে আজ (শুক্রবার) বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস।

সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।

সারাদেশ-এর আরও খবর