কক্সবাজারে প্রবাসী হেল্প ডেস্ক একসেবা পৌর ডিজিটাল সেন্টার উদ্বোধন

  বিশেষ প্রতিনিধি    12-08-2023    171
কক্সবাজারে প্রবাসী হেল্প ডেস্ক একসেবা পৌর ডিজিটাল সেন্টার উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এটুআই কর্তৃক অনুমোদিত একসেবা ডিজিটাল সেন্টার ও প্রবাসী হেল্প ডেস্ক ১০০টি প্লাইলট প্রজেক্টের মধ্যে প্রবাসী হেল্প ডেক্স একসেবা পৌর ডিজিটাল সেন্টার কক্সবাজারের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়কস্থ আল-আমিন হোটেল এর ২য় তলায় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম।

স্মার্ট বাংলাদেশ গড়তে কক্সবাজারের “প্রবাসী হেল্প ডেক্স” অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

প্রতিষ্ঠানের উদ্যােক্তা ও কর্ণধার এম. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই ডিএফএস এন্ড ডিজিটাল সেন্টারের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক বিশ্বাস ও ডিজিটাল সেন্টারের ন্যাশ্যনাল কনসালটেন্ট মাসুম বিল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস পার্টনার কায়সার উদ্দিনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উদ্যােক্তা এম. মিজানুর রহমান বলেন, প্রবাসী হেল্প ডেস্কে প্রায় ১৫০ প্রকারের সেবা পাওয়া যাবে।

তার মধ্যে অন্যতম হলো, পাসপোর্ট প্রসেসিং, পুলিশ ক্লিলিয়ারেন্স, আমি প্রবাসী নিবন্ধন, ব্যাংকিং সেবা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ইমিগ্রেশন কার্ড পূরন, পিডিও সনদ, ভিসা প্রসেসিং, এয়ার টিকেট, রেমিট্যান্স, হজ্জ্ব ও ওমরাহ প্যাকেজ।

বিশেষ করে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ গুরুত্বের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স রয়েছে। সরকারিভাবে প্রশিক্ষণ ও সনদপ্রাপ্ত শিক্ষকরাই এই কোর্স পরিচালনা করবেন।

সারাদেশ-এর আরও খবর