স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ বসু ও বঙ্গবন্ধুকে প্রেরণা যোগায় নজরুলের কবিতা-গান

  বিশেষ প্রতিনিধি    17-09-2022    151
স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ বসু ও বঙ্গবন্ধুকে প্রেরণা যোগায় নজরুলের কবিতা-গান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে নজরুল-আব্বাসউদ্দিন সেন্টার কক্সবাজার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। তিনি বলেছেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সবচেয়ে বেশি প্রেরণা জোগায় নজরুলের কবিতা। তেমনি বঙ্গবন্ধুকে কারাগারে নজরুলের গান ও কবিতা সাহস যুগিয়েছিলেন। সাংসদ সাইমুম সরওয়ার কমল আরও বলেন, বাংলা ভাষাকে উর্বর করেছেন কবি নজরুল। তাই জ্ঞান অর্জন করলে একদিন কক্সবাজারে কাজী নজরুল সৃষ্টি হবে। এতে প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক কবি জাকির আবু জাফর। তিনি বলেন, নজরুল নিপীড়িত মানুষের প্রেরণার উৎস। অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর জাগরণী গান ও কবিতায় সবাইকে জেগে উঠতে হবে। নজরুল-আব্বাসউদ্দিন সেন্টার কক্সবাজারের সভাপতি অ্যাডভোকেট রমিজ আহমদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক অধ্যাপক ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন নজরুল-আব্বাসউদ্দিন সেন্টার কক্সবাজারের প্রধান নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম, এডভোকেট নেজামুল হক, এডভোকেট আকতার উদ্দিন হেলালী, এডভোকেট সাকী এ কাউসার, পরিচালক এডভোকেট রাবেয়া বসরী ও সাংবাদিক ইমাম খাইর পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রচনা, আবৃত্তি ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সারাদেশ-এর আরও খবর