কক্সবাজার আসছেন জাতিসংঘের দূত সিয়োভান মুলালি

  বিশেষ প্রতিনিধি    02-11-2022    149
কক্সবাজার আসছেন জাতিসংঘের দূত সিয়োভান মুলালি

জাতিসংঘের বিশেষ দূত সিয়োভান মুলালি সোমবার বাংলাদেশে এসেছেন।

১০ দিনব্যাপী সফরে তিনি মানবপাচার বিষয়ক মানবাধিকারের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন।

জাতিসংঘের বিশেষ দূত রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজার পরিদর্শন করবেন।

তিনি বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, নাগরিক সমাজের সদস্য ও ভুক্তভোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ বিষয়ে মুলালি বলেন, ‘ভুক্তভোগীদের মানবিক অধিকার নিশ্চিতকরণের পথে প্রধান চ্যালেঞ্জগুলো এবং পাচার প্রতিরোধে কার্যকর উদ্যোগের বিষয়ে আমি বিশেষ গুরুত্ব দেব। ’

তিনি বলেন, শ্রমিক অভিবাসনের প্রেক্ষাপটে পাচারের ঝুঁকি এবং শরণার্থী ও আশ্রয়ান্বেষী জনগণের ঝুঁকিগুলোও একটি জরুরি বিষয় হিসেবে গণ্য হবে।

যৌন প্রতারণার উদ্দেশ্যে মানবপাচার ও শিশু পাচারবিষয়ক সব ধরনের প্রতারণার বিষয় যেমন তদারকি করা হবে, ঠিক তেমনি জলবায়ুগত স্থানচ্যুতি এবং যারা সরাসরি এর ভুক্তভোগী, বিশেষভাবে গ্রামীণ এলাকার নারী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভোগান্তির ওপরও বিশেষ নজর দেওয়া হবে।

সফর শেষে মুলালি আগামী ৯ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করে তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ জানাবেন। এ ছাড়া আগামী বছরের জুনে জাতিসংঘ মানবাধিকার পরিষদে একটি প্রতিবেদন উপস্থাপন করবেন।

সারাদেশ-এর আরও খবর