কক্সবাজারের প্রথম মহিলা এডিসি তাপ্তি চাকমা’র যোগদান

  বিশেষ প্রতিনিধি    10-02-2023    293
কক্সবাজারের প্রথম মহিলা এডিসি তাপ্তি চাকমা’র যোগদান

কক্সবাজার জেলা প্রশাসনের প্রথম মহিলা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) তাপ্তি চাকমা (১৭১৫৯) যোগদান করেছেন। বুধবার ৮ ফেব্রুয়ারী কক্সবাজারের জেলা প্রশাসক মো: শাহীন ইমরান এর কাছে যোগদানপত্র দিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

কক্সবাজার জেলা প্রশাসকের গোপনীয় সহকারী ফরিদুল আলম ফরিদ এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজারের নতুন এডিসি তাপ্তি চাকমা এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা জেলার হোমনা’র ইউএনও হিসাবে ২০১৯ সালের ২৪ জুলাই থেকে ২০২০ সালের ২০ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। নতুন যোগদান করা এডিসি তাপ্তি চাকমা-কে আগামী সপ্তাহে কক্সবাজার জেলা প্রশাসনের সুনির্দিষ্ট বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

১৯৮৪ সালে কক্সবাজার মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর এই প্রথম একজন মহিলা কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে দায়িত্ব নিলেন।

গত ৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ৪ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাপ্তি চাকমা সহ ১১ জন একই পদমর্যাদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ (১৬৩৭২) ইতিমধ্যে সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। গত ২৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসাথে মোঃ আমিন আল পারভেজ-কে কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদে এর আগে দেওয়া নিয়োগ একই প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর