টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

  বিশেষ প্রতিনিধি    25-04-2023    93
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার জালাল আহমদ বলেন,সোমবার রাত সাড়ে ৮টার পরপরই আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে শতাধিক বাঁশ এবং প্লাস্টিকের তৈরি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও’র নারী কেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ১৮ এপ্রিল রাতে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। এর আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ ২ হাজার ৮০৫টি স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়েছেন।

সারাদেশ-এর আরও খবর