অস্ত্রের মামলায় কক্সবাজারে একজনের যাবজ্জীবন

  বিশেষ প্রতিনিধি    16-01-2023    182
অস্ত্রের মামলায় কক্সবাজারে একজনের যাবজ্জীবন

অবৈধ অস্ত্র রাখার মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং একইসাথে ২০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদয়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার ১৬ জানুয়ারি কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। দন্ডিত আসামী হলো : কক্সবাজারের টেকনাফের শামলাপুরের জাহাজপুরা গ্রামের ইজ্জত আলী’র পুত্র নুরুল আলম। দন্ডিত আসামী পলাতক রয়েছে।

মামলায় দন্ডিত আসামীর কাছ থেকে তিনটি অবৈধ দেশীয় তৈরি এলজি, তিনটি দেশীয় তৈরি অবৈধ এক নলা বন্ধুক, ১ টি দেশীয় তৈরি অবৈধ পিস্তল, ১ টি অবৈধ শুটারগান, ৬ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৫ টি রাইফেলের কার্তুজ পাওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন- কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ। একই আদালতের নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

সারাদেশ-এর আরও খবর