ইয়াবা পাচার : রোহিঙ্গা পিতা পুত্রের ১০ বছর করে কারাদন্ড

  বিশেষ প্রতিনিধি    03-04-2023    141
ইয়াবা পাচার : রোহিঙ্গা পিতা পুত্রের ১০ বছর করে কারাদন্ড

২ লক্ষ ৬৮ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহ নামক ২ রোহিঙ্গাকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের ৫ লক্ষ টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিত ২ জন পিতা পুত্র।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সোমবার (৩ এপ্রিল) এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত কলিম উল্লাহ কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাহিদ হোসাইন ও ফাতেমা খাতুনের পুত্র এবং অপরজন দন্ডিত কলিম উল্লাহ’র পুত্র কেফায়েত উল্লাহ। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীদ্বয় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং দন্ডিত আসামীদ্বয়ের পক্ষে অ্যাডভোকেট এম. এ বারী মামলাটি পরিচালনা করেন।

সারাদেশ-এর আরও খবর