বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  বিশেষ প্রতিনিধি    28-03-2023    362
বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদরাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

কক্সবাজার বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদরাসায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সুপার (ভারপ্রাপ্ত) মাওঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বরণ্য শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।

তিনি বলেন, স্বাধীনতা একটি জাতির জন্য বহু প্রত্যাশিত অর্জন। বাঙালি জাতি ১৯৭১ সালে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সেই প্রত্যাশিত স্বাধীনতা অর্জন করে।

তিনি আরো বলেন, বর্তমান শিক্ষার্থীদের স্বাধীনতার সেই চেতনায় উদ্ভুদ্ব হয়ে স্বাধীনতা রক্ষায় দেশ প্রেমিক নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে।

মাওলানা তৈয়ব উল্লাহর কুরআন তেলোয়াতের মাধ্যমে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সদস্য ফরিদ আহমদ, আব্দুর রহিম, কমপ্লেক্সের সমন্বয়ক মাওঃ শফিউল আলম।

মাওলানা আব্দুল মজিদ নদীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলাউদ্দিন, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক নিজামুল বাহার।

এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর