বঙ্গবন্ধু এই দেশের মানুষের মনে অমর হয়ে থাকবেন

  বিশেষ প্রতিনিধি    28-08-2022    126
বঙ্গবন্ধু এই দেশের মানুষের মনে অমর হয়ে থাকবেন

জেলা শ্রমিক লীগের মিলাদ মাহফিল ও গণভোজে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করেছে কক্সবাজার জেলা শ্রমিক লীগ। শনিবার কক্সবাজার বিশ্বনবী মুহাম্মদ (সা.) মাদ্রাসা ও এতিম খানা চত্বরে এই মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, প্রাক্তন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন। অতিথিরা বঙ্গবন্ধু শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সম্পর্কে তাৎপর্যমূলক বক্তব্য তুলে ধরেন এবং শ্রমিক লীগের এই কর্মসূচীর প্রশংসা করেন। এসময় এড. ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো। তিনি সারাটা জীবন জেল-জুলুম অকথ্য নির্যাতন সয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তিনি নিজের জন্য, পরিবারের জন্য কখনো ভাবেননি। এই দেশের সাধারণ মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু এমন মানুষটিকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিলো ঘাতকের দল। তবে বঙ্গবন্ধুকে তারা মুছে দিতে পারেনি। বঙ্গবন্ধু আজ এদেশের আপামর মানুষের হৃদয়ে গেঁথে আছে। সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘হত্যা করে বঙ্গবন্ধুকে মুছে দেয়া যায়নি। কারণ তিনি একজন বিশ^ নেতা ছিলেন এবং সাধারণ মানুষের প্রাণের নেতা ছিলেন। তিনি কখনো মরবেন না, তিনি আজীবন এদেশের মানুষের মনে অমলিন হয়ে থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের মিলাদ মাহফিল ও গণভোজে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কাল, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ রাশেদুল হক সোহেল, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আবু তাহের রানা দপ্তর সম্পাদক এম ওসমান গনি, সদর উপজেলা আহবায়ক মোঃ আবদুল্লাহ সদস্য সচিব নেজাম উদ্দিন শাওন, সহ প্রত্যক উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেনে নেতাকর্মীরা।

সারাদেশ-এর আরও খবর