কক্সবাজারে ৩১১টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

  বিশেষ প্রতিনিধি    17-09-2023    245
কক্সবাজারে ৩১১টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

কক্সবাজার জেলায় এবছর ৩১১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। যার মধ্যে ১৫১ টি প্রতিমা পূজা ও ১৬০টি ঘট পূজা মন্ডপে মায়ের আরাধনা অনুষ্ঠিত হবে। আগামী ১৪ অক্টোবর শুভ মহালয়ার মাধ্যমে পূজোর মাঙ্গলিক অনুষ্ঠানাদি আরম্ভ হবে। ২০ অক্টোবর দেবীর ষষ্ঠী থেকে ২৩ আক্টোবর মহা নবমী পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ভাবগাম্বীর্য ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

আর আগামী ২৪ অক্টোবর কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশের সর্ববৃহৎ বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহৎ এ উৎসব শেষ হবে। ওইদিনে সৈকতের লাবনী পয়েন্টে বসবে লাখো মানুষের মিলন মেলা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম্য মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, বিজয়াদশমীতে প্রতিমা বির্সজন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী উপস্থিত থাকবেন। পূজা চলাকালীন সময় কক্সবাজার জেলার সকল সম্প্রদায়কে পূজা মন্ডপ পরির্দশন করার আহবান জানান। পূজা চলাকালীন সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যা ব, বিজিবি, আনসার, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস ও সর্বস্থরের জনগণের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ¦ল করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেন্টু দাশের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ।

সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ মহিলা সম্পাদক সোমা দাশ। এরপর শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য বৈষ্ণব প্রবর চিত্ত রঞ্জন পাল সহ যারা ইতিপূর্বে দেহ ত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন, স্বপন পাল নাজির, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনিবার্হী সদস্য ডাঃ চন্দন দাশ, সুশান্ত পাল বাচ্চু, ডাঃ পরিমল দাশ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি সরুপম পাল পাঞ্জু, দিপক শর্মা দিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মিটন দাশ মিন্টু, মহেশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, টেকনাফ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ ভট্টাচার্য্য, কতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি দাশ, ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল আর্চায্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ^াস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাশ, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এমইউপি স্বপন শর্মা রনি, সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবি, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সদ্বীপ শর্মা ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, চকরিয়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন দাশ, স্বপন দাশ, মিটন পাল, জেলা পূজা উদযাপন পরিষদের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দুলাল দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বিমল কান্তি দে, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট টুটুল পাল, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য এডভোকেট অশোক আচার্য্য, রুবেল শর্মা, সজল কান্তি দে, রাকেশ দে, প্রিতম ধর, শুভ দাশ, সাগর পাল সাজু, রাকেশ ধর, রূপন মল্লিক, প্রমুখ।

সারাদেশ-এর আরও খবর