নাইক্ষ‍্যংছড়ির ডলুরঝিরি সীমান্তে বিজিবির অভিযান : মিয়ানমার থেকে অবৈধ পথে আসা ৪১টি গরু জব্দ

  বিশেষ প্রতিনিধি    14-07-2023    97
নাইক্ষ‍্যংছড়ির ডলুরঝিরি সীমান্তে বিজিবির অভিযান : মিয়ানমার থেকে অবৈধ পথে আসা ৪১টি গরু জব্দ

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ডলুঝিরি নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে ৪১টি মায়ানমারের গরু জব্দ করেছে।

জানা যায়,নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ৪১টি বার্মিজ( মায়ানমার) গরু জব্দ করেছে।

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ লেম্বুছড়ি, পানছড়ি এবং হাতিরামাঝিড়ি বিওপি‘র সমন্বয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৩ জুলাই সকাল ১০টার সময় ডুলুরঝিরি নামক স্থান থেকে সর্বমোট ৪১টি বার্মিজ গরু মালিকবিহীন অবস্থায় জব্দ করতে সক্ষম হয়।

উল্লেখ্য জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) গবাদি পশু নিলামের মাধ্যমে ২৫ (পঁচিশ) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে বলে জানায়।

বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানা যায়।

সারাদেশ-এর আরও খবর