রামুর রামনবমী পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুব্রত পাল

  বিশেষ প্রতিনিধি    30-03-2023    111
রামুর রামনবমী পরিদর্শনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সুব্রত পাল

রামুর ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলার সমাপনী দিনে মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে রামুর রাজারকুল ইউনিয়নের রামকোট তীর্থধাম প্রাঙ্গণে এ মেলার আয়োজন হয়।

বৃহষ্পতিবার, ৩০ মার্চ মেলার সমাপনী দিনে ভক্ত-পূজারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল। তিনি বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে চলছে। বর্তমান সরকার সনাতনী সম্প্রদায়ের কল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান, শ্মশানের উন্নয়নেও বিপুল বরাদ্ধ দেয়া হয়েছে। আগামীও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরতা চলতো। যা এখন নেই বললেই চলে। বর্তমান সরকার সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় বিশ^াস করে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশ শক্তিশালী থাকবে।

রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, কক্সবাজার জেলা ব্রা²ন সংসদের সভাপতি এডভোকেট মৃনাল চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টী বাবুল শর্মা, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, রামু উপজেলা যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, রজত বড়–য়া রিকু, রাশেদ আলী খান, রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কেশ্রী. জ্যোতিসেন থের, রামকুট তীর্থধাম নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দীলিপ ধর, শ্রীশ্রী রামকুট রামনবমী মেলা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র ধর রবি, সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, রামকুট তীর্থধাম নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. উল্লাস ধর, বিশ^ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা শাখা প্রতিনিধি দোলন ধর, হিন্দু মহাজোট রামুর সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা প্রমুখ।

৫দিন ব্যাপী মেলায় নানা আয়োজনের মধ্যে ছিলো- বাসন্তীদেবীর পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহর ব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী রাম নবমীব্রত। উৎসবস্থল সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, সনাতন ধর্ম মতে দেশের দক্ষিণ প্রান্তে রামু রাজারকুলের পাহাড়ের শীর্ষে প্রতিষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যোজ্জ্বল রামকুট তীর্থধাম। এখানে রাম ও সীতা দেবীর মত মহাপুরুষের বিদর্ভকালের বিচরণ ছিলো। দুর্জন ক্লিষ্ট ধরা ও বিপর্যস্থ মানবকুলকে বিপন্ন জীবন থেকে পরিত্রাণের অভিপ্রায়ে শ্রীশ্রী ভগবান কর্তৃক প্রেরিত সপ্তমাবতার শ্রীশ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনার্থে বনবাসকালে অপহৃত সীতা দেবী তৎভ্রাতা লক্ষন ও বীর শিষ্য হনুমান সমভিব্যবহারে অযোধ্যায় প্রত্যাবর্তনের পথে রম্যভূমি রামুর এই স্থানটিতে অবস্থান করেছিলেন। যার পূণ্যপদভারে বিশেষত্ব ও অমরত্ব লাভ করেছে গিরিময় এ স্থানটি। পূণ্যময় এস্মৃতিকে ধারণ করে পঞ্চবটীবন আজকের শ্রীশ্রীরামকুট তীর্থধামে সনাতন ধর্মালম্বীরা প্রতিবছর এ তিথিতে রামচন্দ্রের জন্মোৎব উদযাপন উপলক্ষে মেলার আয়োজন করে আসছে।

সারাদেশ-এর আরও খবর