কক্সবাজার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মফিজুর রহমান মফিজ এর পিতা হাজী মোজাফফর আহমদ (৯০) আর নেই। শনিবার ১৫ জুলাই দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মফিজুর রহমান মফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার শহরের মধ্যম বাহারছরার মরহুম তাজুল মুল্লুক ও মরহুমা বেগম জানের সন্তান হাজী মোজাফফর আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বাহারছরার প্রবীণ মুরব্বি হাজী মোজাফফর আহমদ মৃত্যুকালে স্ত্রী, ৬ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। হাজী মোজাফফর আহমদ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা :
শনিবার ১৫ জুলাই এশারের নামাজের পর দক্ষিণ বহারছরা মুক্তিযোদ্ধা মাঠ (গোল চক্কর) এ হাজী মোজাফফর আহমদ এর নামাজে জানাজা শেষে মরহুমকে বাহারছরা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের সন্তান বিশিষ্ট সমাজকর্মী মফিজুর রহমান মফিজ জানিয়েছেন।
জাপা সেক্রেটারি মফিজের পিতা বাহারছরার মোজাফফর আহমদ আর নেই
কক্সবাজার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মফিজুর রহমান মফিজ এর পিতা হাজী মোজাফফর আহমদ (৯০) আর নেই। শনিবার ১৫ জুলাই দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার শহরের ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মফিজুর রহমান মফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার শহরের মধ্যম বাহারছরার মরহুম তাজুল মুল্লুক ও মরহুমা বেগম জানের সন্তান হাজী মোজাফফর আহমদ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বাহারছরার প্রবীণ মুরব্বি হাজী মোজাফফর আহমদ মৃত্যুকালে স্ত্রী, ৬ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। হাজী মোজাফফর আহমদ এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা :
শনিবার ১৫ জুলাই এশারের নামাজের পর দক্ষিণ বহারছরা মুক্তিযোদ্ধা মাঠ (গোল চক্কর) এ হাজী মোজাফফর আহমদ এর নামাজে জানাজা শেষে মরহুমকে বাহারছরা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের সন্তান বিশিষ্ট সমাজকর্মী মফিজুর রহমান মফিজ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 9:18 am