রামুতে ৩০ বিজিবি’র অভিযানে ১৮ হাজার পিস ইয়াবাসহ সেন্টমার্টিনের নারী আটক

  বিশেষ প্রতিনিধি    04-02-2023    221
রামুতে ৩০ বিজিবি’র অভিযানে ১৮ হাজার পিস ইয়াবাসহ সেন্টমার্টিনের নারী আটক

কক্সবাজারস্থ ৩০ বিজিবি’র রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্টে একটি অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শুক্রবার রামু ৩০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানায়,৩ ফেব্রুয়ারি শুক্রবার বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হ্নীলা হতে কক্সবাজারগামী একটি সিএনজিযোগে ইয়াবা পাচার হবে।

এর পরিপ্রেক্ষিতে ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক মরিচ্যা চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন।

পরবর্তীতে হ্নীলা হতে কক্সবাজারগামী সিএনজিটি মরিচ্যা যৌথ চেকপোষ্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীকালে সেন্টমার্টিন বজারপাড়ার নুরুল আবসারের স্ত্রী জাহেদা খানম (৩২)কে আটক করে। প্রাথমিকভাবে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে।

পরবর্তীতে মহিলা সৈনিকদ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হলে তার শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য- ৫৪লক্ষ টাকা।

তিনি আরও জানান, আটককৃত মাদক পাচারকারীকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সারাদেশ-এর আরও খবর