কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮ ও ৯ টায়

  বিশেষ প্রতিনিধি    22-04-2023    126
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮ ও ৯ টায়

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার ঈদুল ফিতরের জামাত হবে ২ টি। প্রথম জামাত সকাল ৮ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুদীর্ঘ ৩২ বছরের খতিব আল্লামা মাহমুদুল হক। দ্বিতীয় জামাত হবে সকাল ৯ টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাসেমী।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত এর প্রস্তুতি নিয়ে শুক্রবার ২১ এপ্রিল গণমাধ্যমকে ব্রিফিং এর সময় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মেয়র মুজিবুর রহমান আরো জানান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সম্মানিত মুসল্লীরা সাবলীল ও সুন্দরভাবে যাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারে সেজন্য ২ টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জামাতে ১০ হাজারের বেশী মুসল্লী নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঈদগাহ ময়দানে ৪ টি গেইট দিয়ে মুসল্লীরা প্রবেশ করতে পারবেন। ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নজরদারিতে থাকবে। কোন মুসল্লী অসুস্থ হলে যাতে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ময়দানে মুসল্লীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। অত্যাধিক তাপমাত্রার কথা চিন্তা করে প্যান্ডেলে ২৫০ টির বেশি ফ্যান লাগানো হয়েছে।

ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কক্সবাজার জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া একইদিন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানও কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। এসময় তিনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত এর প্রস্ততি দেখে সন্তোষ প্রকাশ করেন।

সারাদেশ-এর আরও খবর