চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কক্সবাজার বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  বিশেষ প্রতিনিধি    04-01-2023    181
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কক্সবাজার বার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারের নতুন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আবদুল্লাহ আল মামুন এর সাথে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ৪ জানুয়ারি সকালে সিজেএম এর কার্যালয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এর নেতৃত্বে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

সাক্ষাতকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জেলা ম্যাজিস্ট্রেসীর সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় ও পরস্পর কুশল বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়া একজন আইনজীবী নেতা বলেছেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে উভয় পক্ষ মতবিনিময় করেন এবং বার বেঞ্চের সম্পর্ক উত্তরোত্তর উন্নতিতে মতৈক্য পোষন করেন।

সাক্ষাতকালে অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দের মধ্যে সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট সাহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মোঃ আকতার হোসেন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট আমানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বুধবার ৪ জানুয়ারি পূর্বাহ্নে কক্সবাজারের নতুন সিজেএম আবদুল্লাহ আল মামুন তাঁর কর্মস্থলে যোগদান করেন। বিচারক আবদুল্লাহ আল মামুন হচ্ছেন-কক্সবাজারের ৮ম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর বিচারক আবদুল্লাহ আল মামুন কে কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে আবদুল্লাহ আল মামুন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ পদে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাঁকে কক্সবাজারের সিজেএম পদে পদায়ন করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর