বুধবার, ফেব্রুয়ারি-০১, ২০২৩
কক্সবাজারের মহেশখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান ও পারিবারিক কলহে বিষপানে টিপু আহমেদ (২৬) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
গত ২২ই জানুয়ারী রাতে কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।
দিনমজুর টিপু আহমেদ ওই এলাকার মৃত ছাবের মিয়ার ছেলে।
নিহতের পরিবারের দাবী, তাদের অভাব-অনাটনের সংসার দিনে এনে দিনে খেতেন। তাই অভাবের তাড়নায় বিষপানে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করেছেন।
মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছে।
প্রাথমিক তদন্তে বিষপানে টিপু নামের এক যুবকের মৃত্যু হয়েছে জানিয়ে বলেন, ২৩ই জানুয়ারী (সোমবার) সকালে লাশ উদ্ধার করে সুরতহাল পরবর্তী ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত টিপুর স্ত্রী জানান ,ঘটনার দিন রাতে বাড়িতে খাদ্যদ্রব্যদি কিছু না থাকায় টিপু কে বলেন।
এসময় তিনি কাজের টাকা পায়নি জানিয়ে তার কাছে চাল-ডাল আনার টাকা নেই বলে বাড়ি থেকে বেরিয়ে যান।
পরে রাত আনুমানিক ১২টায় বাড়ির পাশের দোকান থেকে টিপুর মা দিয়াশলাই আনতে গিয়ে বাড়ির কিছু দূরে পড়ে থাকা অবস্থায় টিপু কে দেখতে পান।
টিপুর মায়ের চিৎকারে স্থানীয়রা এসে টিপুকে উদ্ধার করে বদরখালী ক্লিনোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।