বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যারের সমন্বয় সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    14-03-2023    217
বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যারের সমন্বয় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়১৮ বিজিবি এর অধীনস্থ বাংলাবান্ধা বিওপি সংলগ্ন স্থলবন্দরের সভাকক্ষে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং ভারতের বিএসএফ এর কিষানগঞ্জ সেক্টর কমান্ডার শ্রী সি ডি আগারওয়াল (ডিআইজি) উপস্থিত ছিলেন।

বাংলাবান্ধা বিওপির সীমান্ত পিলার ৭৩২ এমপির নিকটস্থ বাংলাবান্ধা স্থলবন্দর সভাকক্ষে অনুষ্ঠিত সভার সঞ্চালন করেন ১৮বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মোঃ মাহফুজুল হক, উপস্থিতি ছিলেন লেঃকর্ণেল মোহাম্মদ আরিফুজ্জামান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি ); লেঃ কর্ণেল মোঃ তানজীর আহম্মদ, অধিনায়ক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি); লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, পিএসসি, স্টাফ অফিসার, রিজিয়ন সদর দপ্তর, রংপুর, মেজর মোঃ নঈম রেজভী, অতিরিক্ত পরিচালক (অপারেশন), বিজিবি ঠাকুরগাঁও এবং অন্যান্য স্টাফ অফিসারসহ ১৩ সদস্যের দল।

ভারতের বিএসএফ এর দলে ছিলেন, কিষানগঞ্জ সেক্টরের স্টাফ অফিসার , শ্রী আর জে হাজদাহ, কমান্ড্যান্ট, ১৭৫ ব্যাটালিয়ন বিএসএফ; শ্রী সন্দীপ কুমার ক্ষত্রী, কমান্ড্যান্ট ৭২ ব্যাটালিয়ন বিএসএফ, শ্রী পারামজিত সিং,স্টাফ অফিসার; শ্রী গুরদীপ লাল, স্টাফ অফিসার: শ্রী সত্যদয় কুমার, স্টাফ অফিসারসহ ১৫ সদস্যের একটি দল।

সভায়, বাংলাদেশ -ভারতের সীমান্ত রক্ষীদের সমন্বয় সাধনের মাধ্যমে উভয় দেশের সৈনিকরা একযোগে কাজ করা,সীমান্ত হত্যা,মাদকদ্রব্য পাচার,চোরাচালান প্রকিরোধ ও সীমান্ত পারাপার,তারকাটার বেড়া কর্তন বিষয়ক আলোচনা হয়।

পঞ্চগড় ১৮বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃকর্নেল মাহফুজুল হক বলেন,”দুইদেশের সেক্টর পর্যায়ের এই সভায়ও দুইদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও তথ্য আদান প্রদান এর মাধ্যমে বর্তমানের ন্যায় ভবিষতেও সীমান্ত পরিস্থিতি সর্বদায় স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।”পরে বিজিবি- বিএসএফ সেক্টর পর্যায়ের সভাকে স্মরনীয় করে রাখার লক্ষ্যে Memento বিনিময় করে সভার সমাপ্তি করেন।

সারাদেশ-এর আরও খবর