রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে টহল পুলিশ সদস্য আহত

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    207
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে টহল পুলিশ সদস্য আহত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে টহলরত অবস্থায় এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন ৫নং ক‍্যাম্পের দায়িত্বরত এসআই জাহিদুর রহমান বাদল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ৫নং ক্যাম্পের বি/৭ ব্লকে এ ঘটনা ঘটে।

আহত খায়রুল আলম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বাদল জানান, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ১৪ এপিবিএন ইরানী পাহাড় পুলিশ, ৫নং ক্যাম্পের বি/৭ ব্লকে ৫-৬ জন পুলিশ সদস্য টহল দিচ্ছিল। সন্ধ্যার সময় তারা পাহারাদার ও ভল্যান্টিয়ারদের ডিউটি চেক করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। একটি গুলি খায়রুল আলম নামে এপিবিএনের এক সদস্যের গলার চামড়ায় লেগে বেরিয়ে যায়। এতে তার গলার ডান পাশে জখম হয়। তাকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প ব্যারাকে রাখা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, টহলরত অবস্থায় এমন অজ্ঞাত হামলা সবাইকে হতবাক করেছে। ভাগ্য সহায় ছিল বলে কনস্টেবল খায়রুলের গলার ডান পাশে হালকা ক্ষত লেগে গুলিটি ছিটকে গেছে। এটা অন্যকিছুও ঘটাতে পারতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ-এর আরও খবর