আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মোবাইল কোর্টে জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

  বিশেষ প্রতিনিধি    26-04-2023    101
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে মোবাইল কোর্টে জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ণ জব্দ

কক্সবাজারে ভিন্নভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। বুধবার (২৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর কক্সবাজার মোবাইল কোর্ট পরিচালনা করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক মুসাইব ইবনে রহমান। এসময় বিভিন্ন যানবাহন চালককে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দ করা হয় ১৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ।

এসময় পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার এর পরিদর্শক ফাইজুল কবির, কর্মচারীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও বর্ণাঢ্য র‍্যালি করা হয়। এছাড়া দিনব্যাপী পালন করা হয় লিফলেট বিতরণ কর্মসূচী।

সারাদেশ-এর আরও খবর