বাগেরহাটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

  বিশেষ প্রতিনিধি    06-01-2024    35
বাগেরহাটে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামে মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে শাহিনুর বেগমকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনুর মোরেলগঞ্জ উপজেলার গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।

এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হলেন, জাকির হোসেন তালুকদার (৫০), তার ছেলে রবিউল ইসলাম তালুকদার (২৫), মন্টু তালুকদার (৪৮), পল্টু তালুকদার (৩৫), নান্টু তালুকদার (২৭)।

নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার জানান, প্রতিবেশী চাচাতো ভাই মন্টু তালুকদারের সাথে সিমানা বিরোধের জের ধরে তারা এ হামলা চালায়। হামলার সময় ফেরদাউস লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আমার স্ত্রী শাহিনুর মাটিতে লুটিয়ে পড়ে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ-এর আরও খবর