কুতুবজোমে চাঞ্চল্যকর শিক্ষক জিয়াউর রহমানের হত্যাকান্ডে ২৮ জনের বিরুদ্ধে মামলা

  বিশেষ প্রতিনিধি    28-08-2022    105
কুতুবজোমে চাঞ্চল্যকর শিক্ষক জিয়াউর রহমানের হত্যাকান্ডে ২৮ জনের বিরুদ্ধে মামলা

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় চাঞ্চল্যকর মাওলানা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ২৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহত জিয়াউর রহমানের পুত্র তৌহিদুল ইসলাম বাদী হয়ে। শনিবার (২৭ ই আগষ্ট) বিকালে মহেশখালী থানায় এ মামলা করা হয়। মামলায় এজাহার নামীয় ২৮ জন এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত আসামিরা হলেন- আনছারুল করিম, এবাদুল করিম, শরাফত উদ্দিন, মহি উদ্দিন, কোরবান আলী, জাহাঙ্গীর, লাদেন, মোক্তার মিয়া প্রঃ মোস্তাক, নেছার, ইরফান উদ্দিন, তাজমিন আক্তার, ছমিরা আক্তার, ময়না আক্তার, রশিদ, ধলা বুড়ি, এবাদুল হক, জসিম, নুরুল আলম, মোসলেম উদ্দিন, পারভেজ, রফিক, জুয়েল, দিলদার মিয়া,রহিম মিয়া, তোফাইল, রিদোয়ান, সৈয়দ মাঝি প্ৰঃ ছৈয়মাঝি, আরাফাত আবু তালেব সর্বসাং-তাজিয়াকাটা। আরো অজ্ঞাত আরও ৭/৮ জন। উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ই আগষ্ট) সকাল সাড়ে ১২টায় তাজিয়াকাটা সুমাইয়া রাঃ বালিকা মাদ্রাসা ক্যাম্পাসে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন শিক্ষক মাওলানা জিয়াউর রহমান। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঝটিকা অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করেও মূল হোতারা এখনো অধরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সশস্ত্র সন্ত্রাসী কিরিচের প্রথম আঘাতেই মাটিতে পড়লে সংঘবদ্ধ কুপিয়ে হত্যা করে। ঘটনার আকস্মিকতা উপলব্ধি করতে পেরে হামলাকারীদের বলছিলেন, হাইরে আত্মীয় স্বজন, হাইয়ে গোষ্ঠী বলতে বলতে চিৎকার করে মাওলানা জিয়াউর রহমান। কিন্তু আকুতিও তাদের হৃদয় গলেনি। শেষরক্ষা হয়নি শিক্ষক মাওলানা জিয়াউর রহমানের। এ সময় খবর পেয়ে স্বামী বাঁচাতে আসায় তার স্ত্রী রহিমা বেগম’কেও কুপিয়ে মারাত্বক জখম করে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে মামলা থেকে প্রভাবশালী নেতাদের রেহাই দিতে ইতোমধ্যে’দেন দরবার ও তদবীর শুরু হয়েছে বলে জানা গেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে একটি মহল এই তদবীর শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। মহেশখালী জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (প্রশাসন-অপরাধ) মহেশখালী প্রতিনিধি হ্যাপী করিম’কে বলেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মহেশখালী থানায় হত্যা মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত নারী সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর